About Us

Banglapremi.com কি ?

Banglapremi.com বাঙালিদের জন্য একটি সুন্দর website. এই ওয়েবসাইট টি তৈরির উদ্দেশ্য শুধুমাত্র বাঙালিদের আরো এগিয়ে নিয়ে যেতে।

পৃথিবীতে অনেক ভাষা থাকলেও আমাদের গর্বের ভাষা ,আমাদের বাংলা ভাষা সারা বিশ্বে ষষ্ঠ স্থান অধিকার করেছে। অর্থাৎ বাঙালি ভাষীদের সংখ্যা অনেকটাই। কিন্তু দুঃখের বিষয় আজ আধুনিক internet এর জগৎে আমরা বাঙালিরা ততটাও এগিয়ে নেই ,যতটা না আমাদের এগিয়ে যাওয়া দরকার ছিল।

হিন্দি ,English ,chiness ইত্যাদি সমস্ত ভাষার মানুষরা তাদের ভাষাকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে রীতিমতো চেষ্টা করে চলেছে। আর তারা তাদের চেষ্টাতেও সফলও হচ্ছে। তার প্রমান GOOGLE করলেই বোঝা যাই।

বিভিন্ন ভাষার ওয়েবসাইট আমাদের সামনে চলে এলেও বাঙালি ভাষার ওয়েবসাইট খুবই সীমিত।

যাই হোক বলার উদ্দেশ্য একটাই। এই ওয়েবসাইটের একমাত্র উদ্দেশ্য একটাই…যেটা হলো বাঙালিকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া । যাতে করে বাঙালিরা এই আধুনিক ইন্টারনেটের যুগে কোনো অংশে পিছিয়ে না থাকে।

এই Banglapremi ওয়েবসাইট টিতে আমরা যেগুলি তুলে ধরতে চেয়েছি সেগুলি হলো : জনপ্রিয় খবর, ট্রেন্ডিং খবর, সর্বশেষ আপডেট, উদ্ভাবনের খবর, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাংলায় সর্বশেষ আপডেট,Bangla Shayari, Bangla SMS, Bangla Status, Bangla Love Shayari, Bangla lyrics, Funny Shayari, Two Line Shayari , jokes আরো অনেক কিছু যা আজকের teenager রা খুঁজে চলেছে।

আমি কে ?

আমি Raihan Ali , পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত পাণ্ডুয়া ব্লকের একজন বাসিন্দা । একটাই প্রয়াস আমরা বাঙালিরা যেন কোনো অংশে পিছিয়ে না থাকি।

আমাদের website তোমাদের সুবিধার্থেই Create করা হয়েছে। তোমরা এখানে আসতে থাকো আর বাঙালি হয়ে বাংলাকে ভালোবাসতে থাকো।