WB Bangla Sahayata Kendra Recruitment(BSK)2022 – Fresh Apply Online: ঠিক আগের মতো করে পুনরায় পশ্চমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ‘বাংলা সহায়তা কেন্দ্রর (BSK) শূন্যপদের জন্য আবেদন করার আমন্ত্রণ জানিয়েছেন।এই পদে আগ্রহী প্রার্থীরা ONLINE আবেদন করতে পারো। আর তাই আমরা এই আর্টিকেলের মাধ্যমে ONLINE আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি টি STEP BY STEP আলোচনা করতে চলেছি।
Bangla Sahayata Kendra Recruitment(BSK)2022
Nabanna, P & ARD তাদের OFFICIAL ওয়েবসাইটে ২০২২ সালের জন্য নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৯ টি শূন্যপদের কথা বলা হয়েছে এই বিজ্ঞপ্তিটিতে (Notice No. 41 / P & AR (BSK) / BSK-10/2021).যারা যারা কাজ করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা 20-12-2021 থেকে 15-01-2022 তারিখের মধ্যএই OFFICIAL WEBSITE (www.parrecruitment.com )এর মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবে।
Bangla Sahayata Kendra Recruitment(BSK)2022 Details
বাংলা সহায়তা কেন্দ্রর (BSK)2022 আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা
Job Summary | Details |
সংগঠন | Personnel & Administrative Reforms Department |
আবেদন শুরুর তারিখ | 20.12.2021 |
আবেদনের শেষ তারিখ | 15-01-2022 |
Job Location(কর্মস্থান) | West Bengal |
Application Type | Online |
No. Of Vacancy(শূন্যপদের সংখ্যা) | 9 |
WB Bangla Sahayata Kendra Recruitment(BSK)2022 শূন্যপদের নাম
- operating Chief officer (অপারেটিং চিফ অফিসার)
- Technology Chief officer (প্রযুক্তি প্রধান কর্মকর্তা)
- Chief finance officer (প্রযুক্তি মুখ্য কর্মকর্তা)
- Senior software personnel (সিনিয়র সফটওয়্যার কর্মী)
- Reconciliation Personnel (সমন্বয়সাধন কর্মী)
- Help desk personnel (হেল্প ডেস্ক কর্মী)
WB Bangla Sahayata Kendra Recruitment(BSK) 2022 শূন্যপদের প্রয়োজনীয় যোগ্যতা
- Operating Chief officer (অপারেটিং চিফ অফিসার)এর জন্য প্রয়োজনীয় যোগ্যতা :-
- Qualification : আবেদনকারীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি/এমবিএ (Masters’ Degree/MBA)থাকতে হবে।
- Age Limit : আবেদনকারীর বয়স অবশ্যই ৫৫ বছরের মদ্ধে হতে হবে।
- Technology Chief officer (প্রযুক্তি প্রধান কর্মকর্তা)এর জন্য প্রয়োজনীয় যোগ্যতা : –
- Qualification : আবেদনকারীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে M. Tech Degree থাকতে হবে।
- Age Limit : আবেদনকারীর বয়স অবশ্যই ৫৫ বছরের মদ্ধে হতে হবে।
- Chief finance officer (প্রযুক্তি মুখ্য কর্মকর্তা)এর জন্য প্রয়োজনীয় যোগ্যতা : –
- Qualification : প্রার্থীর অবশ্যই Taxation, Statutory functions, Legal compliances, Companies Act, Audit, Labor Laws, and possess strong Leadership, Communication & stakeholder management পরিচালনার দক্ষতা থাকতে হবে.
- Age Limit : আবেদনকারীর বয়স অবশ্যই ৫৫ বছরের মদ্ধে হতে হবে।
আরও 👍 ✔ | krishok bondhu prokolpo |
- Senior software personnel (সিনিয়র সফটওয়্যার কর্মী)এর জন্য প্রয়োজনীয় যোগ্যতা : –
- Qualification : আবেদনকারীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MCA/ B. Tech/M. Tech ডিগ্রী থাকতে হবে।
- Age Limit : আবেদনকারীর বয়স অবশ্যই ৫৫ বছরের মদ্ধে হতে হবে।
- Reconciliation Personnel (সমন্বয়সাধন কর্মী)এর জন্য প্রয়োজনীয় যোগ্যতা : –
- Qualification : আবেদনকারীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Com/BBA ডিগ্রী থাকতে হবে।
- Age Limit : আবেদনকারীর বয়স অবশ্যই ৫৫ বছরের মদ্ধে হতে হবে।
- Help desk personnel (হেল্প ডেস্ক কর্মী)এর জন্য প্রয়োজনীয় যোগ্যতা : –
- Qualification : আবেদনকারীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Graduate Degree ডিগ্রী থাকতে হবে।
- Age Limit : আবেদনকারীর বয়স অবশ্যই ৫৫ বছরের মদ্ধে হতে হবে।
বাংলা সহায়তা কেন্দ্রর (BSK) শূন্যপদের জন্য আবেদন করার Age Limit (As On 01/01/2021)
পদের নাম | বয়সসীমা( As On 01/01/2021 ) |
operating Chief officer (অপারেটিং চিফ অফিসার) | ৫৫ বছরের মধ্য |
Technology Chief officer (প্রযুক্তি প্রধান কর্মকর্তা) | ৫৫ বছরের মধ্য |
Chief finance officer (প্রযুক্তি মুখ্য কর্মকর্তা) | ৫৫ বছরের মধ্য |
Senior software personnel (সিনিয়র সফটওয়্যার কর্মী) | ৫৫ বছরের মধ্য |
Reconciliation Personnel (সমন্বয়সাধন কর্মী) | ৫৫ বছরের মধ্য |
Help desk personnel (হেল্প ডেস্ক কর্মী) | ৫৫ বছরের মধ্য |
WB BSK Recruitment 2022 আবেদন করার Fee
পদের নাম | Application Fees |
operating Chief officer (অপারেটিং চিফ অফিসার) | 30 Lakh/Year |
Technology Chief officer (প্রযুক্তি প্রধান কর্মকর্তা) | 20 Lakh/ Year |
Chief finance officer (প্রযুক্তি মুখ্য কর্মকর্তা) | 20 Lakh / Year |
Senior software personnel (সিনিয়র সফটওয়্যার কর্মী) | 9 Lakh / Year |
Reconciliation Personnel (সমন্বয়সাধন কর্মী) | 3 Lakh / Year |
Help desk personnel (হেল্প ডেস্ক কর্মী) | 3 Lakh/ year |
Bangla Sahayata Kendra Recruitment(BSK)2022 নিয়োগ পক্রিয়া
সময়সীমার মদ্ধে আবেদনকারীদের মধ্য হতে যোগ্য আবেদনকারীর আলাদা তালিকা তৈরী করা হবে। এবং তালিকাতে থাকা আবেদনকারীদের সাক্ষাৎকারের(interviews)জন্য ডাকা হবে.ইন্টারভিউ নেওয়ার পর যোগ্য প্রার্থীদের যোগ্য পদে নিয়োগ করা হবে।
WB Bangla Sahayata Kendra (BSK) 2022 কিভাবে Apply করবে
P&AR বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট (www.parrecruitment.com) থেকে খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবে । আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং 15 জানুয়ারী 2022 পর্যন্ত আবেদন করা যাবে।
শেষ কথা
সরকারি কোনো আপডেট আসার সাথে সাথে এই ওয়েবসাইট আপডেট হয়ে যাবে। তাই লেটেস্ট আপডেট গুলি সবার আগে পেতে এখানে আসতে থাকো আর বাঙালি হয়ে বাংলাকে ভালোবাসতে থাকো।