Dukher kobita in Bengali
dukher kobita in bangla font
আজকের এই আর্টিকেল dukher kobita in bengali তে তোমাদের জানাতে চলেছি ,ওই সমস্ত কথা গুলো যেগুলো শুনে আর বুঝে মন অনেক শান্তি পাবে।
আসলে ভালোবাসার আর এক নাম যে কষ্ট এটা অনেকেই জানেনা। তবে সত্যি কথা বলতে সত্যির ভালোবাসা তে কষ্ট আসবেনা এমনটাও হতে পারেনা।
তাই আজকে তোমরা ভালোবাসাটির মেহেরবানীতে কিংবা জীবনের আর অন্য কোনো মেহেরবানীতে দুঃখ পেয়ে থাকো। তাহলে আজকের এই আর্টিকেল dukher kobita in bengali একদম তোমার জন্য।
মন দিয়ে বুঝলে বুঝতে পারবে যে বাস্তব জীবনটা কি আর আমরা কোন রাস্তায় হেটে চলেছি।
যাই হোক আর দেরি না করে শুরু করা যাক আজকের আর্টিকেল dukher kobita in bengali….
Dukher kobita in bengali
Bangla valobashar Koster Kobita
তুই ছাড়া কে থাকতে পারে আমার মনে। ..
আত্মাও বন্দক রেখে দিয়েছি তোর খাতিরে
আমার আঘাতের উপশম টাও যে ও
আঘাতে লবণ লাগালেই বা
আমার ভালোবাসার কারণ টাও যে ও
লোকেরা বলে যখন আপন দূরে চলে যায়
তখন খুবই কষ্ট হয়
তবে কষ্ট তো তখন বেশি হয়
যখন আপন কাছে থেকেও দূরত্ব বাড়িয়ে নেয়
প্রতারক বলার আগে আমার প্রতি শিরা নিচড়ে নিস্
প্রত্যেক ফোঁটাতে যদি ভালোবাসার বিসসাস না পাস্
সেই মুহূর্তেই তুই আমাকে ছেড়ে দিস
Sad Kobita Bangla
ক্ষমতা থাকলে খুশিগুলো আজ দিয়ে যা
নাহলে কাল তো আমিও খুঁজে নিতে পারবো
খুশি থাকার কারণগুলো
হাসির মাধ্যমেও বুকের কষ্ট গুলো মিটিয়র নিয়ে আমি
শুধু কাঁদলেই যে মিটবে তার কোনো মানে নেই
ভালোবাসার ক্ষমতা প্রত্যেকের মদ্ধে থাকেনা
বুকের পাটা চাই নিজের খুশিকে বরবাদ করার জন্য
এক অদ্ভুত ভালোবাসা ছিল তোর
প্রথমে পাগল করলি।…তারপর পাগল বললি।…
তারপর পাগল ভেবে ছেড়ে দিলি
Koster kotha Bangla
সম্ভব না কাউকে ওতো সহজে বুঝে নেওয়াটা
আর বুঝতেই যদি না পারলাম কি করে হবে ভালোবাসাটা
কোনো ভালোমানুষের অতোটাও সুযোগ নিওনা
যে সে খারাপ হতে বাধ্য হয়ে যায়
আমি তো একজনের জন্যই জীবন শেষ করে দিলাম
তবে আজ অব্দি জানিনা ভালোবাসা কাকে বলে
এটা কাকতলীয় নাকি কোনো ভয়ঙ্কর বাস্তব জানিনা
তবে যখনি চোখ ভিজেছে এর কারণ আপনজনই হয়েছে
Dukher kobita in bengali
Bengali Sad kavita
যদি এমন কেউ হতো যে বুকে জড়িয়ে বলতো
কাঁদিসনা তুই ,আমার কষ্ট হয় খুব
ব্যথা পাবার অভ্যাস হয়ে গেছে আজকাল
এখন ব্যথা না পেলে যেন ব্যথা হয়!!
ভেঙে যাওয়া স্বপ্ন ,আর দূরে যাওয়া আপনেরা
আমাকে নিঃঝুম করে দিয়েছে
নাহলে এক সময় সবাই আমার খুশি থাকার কারণ
জানতে চাইতো
সম্পর্কে ভাঙ্গন তখন আসে যখন মানুষ
ভুল ধারণার দ্বারা তৈরী প্রশ্নের উত্তর গুলো
নিজেই তৈরী করে ফেলে
তোর অহংকার দেখে আমি তোর আশা ছেড়ে দিয়েছি
আমিও তো দেখি কে তোকে ভালোবাসে আমার মতো। ..
রাতভর জেগে থাকি শুধু ওর খাতিরে
যার আমাকে দিনের আলোতেও খেয়াল পড়েনা
Bengali Sad Poem for Facebook
আঘাত কত ভাগ্যবান যেটা পাবার পর সব
নিজের আপনাদের মনে করে
ধন কতটা দুর্ভাগ্যবান যেটা পাবার পর সব
নিজেদের আপনাদের দূরে করে
দুনিয়ার প্রত্যেক লোক এমন শয়তান স্বভাবের
যারা তোমার দুঃখ গুলি কেঁদে কেঁদে জিজ্ঞাসা করবে
আর সারা দুনিয়ার সামনে সেটা হেসে হেসে বয়ান করবে
চোখের জলের ওজন হয়না ঠিকই তবে
বেরোনোর পর মন হালকা করে দেবার ক্ষমতা রাখে
তোর শহরের কারিগর বড়ো আজব এ হৃদয়
কাঁচের মেরামত করে ,পাথরের হাতিয়ার দিয়ে
Bangla oviman sms
বড্ডো ভালো হয় তারা, যারা ভালোবাসার প্রকাশ করেনা
চুপচাপ চলে যাই ,তবে কাউকে বদনাম করেনা
নিজের সাথে দেখা করার সময় নেই আমার
আর ওর অভিযোগ আমি অন্যের সাথে দেখা করি
কি করে বোঝাবো তোকে ,তুই মনে খুবই পড়িস
তোর বোঝার ক্ষমতা নেই
আর আমার বোঝানোর ক্ষমতা হলোনা
Bangla heart touching Sad sms
চলো এবার ছেড়ে দাও। ..
চুপ থাকা দেখে বুঝতেও পারবেনা
আর আমি ভাষা দিয়ে বোঝাতেও পারবনা
আর কি লিখবো “জীবন” নিয়ে বন্ধু
ওরাই ছেড়ে চলে গেছে
যারা একসময় “জীবন” ছিল আমার
ফুল টা হাতে নিয়ে ও ঠিক এই ভাবে কচলে দিলো
ইশারায় বুঝিয়ে দিলো যে মনের হাল ঠিক এইরকম করে দেব
Bangla khub dukher sms
দোষ ওনার ছিল না আমার ছিল
আমার ভালোবাসায় এতটা ছিল যে ওনার
অহংকার তৈরী হয়ে গিয়েছিলো
অভ্যাস করে নিয়েছি নিজেকে কষ্ট দেওয়াটা
যাতে নিজের কেউ কষ্ট দেয় , তাতে বেশি কষ্ট না হয়
ওই চলে যাওয়া মানুষ তোমাকে একটা পরামর্শ আমার
যখন খেয়াল পড়বে আমার ,নিজের খেয়াল রেখো
নিজেকে কষ্টে রেখোনা কোনো ধোকাবাজের স্মৃতিতে
ও খুশি আছে নিজের দুনিয়াতে ,তোমার দুনিয়া তছনছ করে
প্রতিশ্রুতি তে বাঁধা বন্ধন ছিল যেটা ,সেটা ভেঙে দিয়েছি
এবার থেকে তাড়াতাড়ি ঘুমাতে যাবো
ভালোবাসা ছেড়ে দিয়েছি
ভালোবাসা মন থেকে হয়েছিল ,দিমাগ ও লাগিয়ে দিলো
ওই ধোকাবাজ আমার মন ভেঙে দিয়ে
দোষ আমার ওপর লাগিয়ে দিলো
হৃদয়ের থেকে নিরাপদ দুনিয়াতে আর কোনো জায়গা নেই
তবে আশ্চর্যের কথা
সব থেকে নিখোঁজ মানুষ এখন থেকেই হয়ে থাকে
স্মৃতিশক্তি কমজোর হওয়া কোনো খারাপ ব্যাপার নয়
বড্ডো কষ্টে থাকে ,যাদের সব স্মৃতি মনে থাকে
ইচ্ছা যখন কতল করার ছিল ,বিষ খাইয়ে দিতে পারতিস
ভালোবাসার নাটক করে কেন প্রত্যেক নিঃস্বাসে
মরণ লিখে দিলি???
কাউকে ভালোবেসে প্রমান করা জরুরি নয়
কাউকে মনে করে বোঝানোটা জরুরি নয়
কান্না তো হৃদয় থেকে বের হয়
চোখ থেকে যে জল বেরোতেই হবে তাতো জরুরি নয়
যত্ন যারা করে তারাই প্রায়শ কাঁদিয়ে দেয়
আপন আপন বলে নিজেই পর করে দেয়
ভালো যতই বাসো না কোনো লাভ নেই
“আমাকে ছেড়ে যেওনা” বলে নিজেই ছেড়ে দেয়
আফসোস হয় তখন যখন নিজের পছন্দ
অন্যের পছন্দ হয়ে যায়
স্বপ্ন আমি দেখি আর বাস্তব অন্য কেউ বানিয়ে নেয়
Dukher kobita in bengali
Heartbreak Bengali Poem
শেষ করে দেয় এই “ভালোবাসা”প্রত্যেক ভালোবাসার মানুষদের
কারণ এই ভালোবাসা হার মানেনা ,
আর এই হৃদয় কারো কথা শোনেনা
এই দুনিয়াতে অপরিচিত থাকায় ভালো
লোকেরা খুব কষ্ট দেয় পরিচয় হবার পর
একটা কথা বলবো!!!
এখন আর সেই যুগ নেই মন প্রাণ জুড়ে ভালোবাসার
যাকে যতটা ভালোবাসবে সে ততটাই কষ্ট দেবে
এমনিই বদলে যায়নি আমি , এর পিছনে অনেক কাহিনী আছে
খারাপ হয়ে গেছি ঠিকই ,তবেই তাতে আপনদের মেহেরবানী আছে
হৃদয় থেকে যার প্রতি একবার ঘৃণা হয়ে গেছে
সে সামনে থাকলেও আর নজরে পড়েনা
কখনো কখনো মনে হয় একবার দেখা হয়ে যাক
জড়িয়ে ধরে প্রাণভরে কেঁদে নিয়ে
তোর থেকে আলাদা হয়ে এতটুকুই হয়েছে বলতে পারি
তোর এতটুকু বদলায়নি কিছু,আর আমার বেঁচে থাকিনি কিছু
ভরসা যত গভীর হয়
প্রতারণা ততটাই মারাত্মক হয়
💖আপনি পড়ছেন 💖
Dukher kobita in bengali
যতটা নজর আন্দাজ করার করে নাও
আর এটাও আন্দাজ করে নাও ,যেদিন আমি নজরে আসবোনা
সত্যিই বলেছে সবাই একাকী থাকা শিখে নাও
কারণ ভালোবাসা যতই গভীর হোক না কেন
একদিন না একদিন সাথ ছেড়েই দেয়
ও আজ সাজছে অন্যের জন্য
আর আমি আজও ভাঙছি শুধু তারই জন্য
যেমন ভাবে ওনার সম্মান করেছিলাম আমি
তার থেকেও বেশি অসম্মান করেছে আমাকে
Dukher kobita in bengali
Koster kotha Bangla
আশা করি আজকের এই আর্টিকেল dukher kobita in bengali তোমাদের দুঃখের মাঝে সামান্য হলেও হাসির ছোয়া দিয়েছে।
সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতাকে তুলে ধরা হয় তোমাদের এই banglapremi.com সাইট এ আশা করি এই dukher kobita in bengali তোমাদের ভালো লাগলো। এবং আমি নিশ্চিত তোমাদের অনেক অনেক উপকারে আসবে এই koster kobita গুলি।
প্রতিনিয়ত এই ওয়েবসাইটের পোস্ট আপডেট হতে থাকে। আগামী আপডেট গুলির জন্য নিয়মিত এখানে আসতে থাকো।
আমাদের এই ওয়েবসাইট banglapremi.com শুধুমাত্র তোমাদের জন্য। তোমার মনের মতো আরো পোস্ট এই ওয়েবসাইটে রয়েছে তুমি চাইলে সেগুলোও দেখতে পারে।
আমরা বাঙালিরাও কোনো অংশে কম নয়। এখানে আসতে থাকো বাঙালি হয়ে বাঙালিকে ভালোবাসতে থাকো।