❤️ I Love You Sms in Bengali ❤️
প্রত্যেকের জীবনে ভালোবাসা একবার না একবার এসে থাকে। তাতে সেটা একতরফা হোক বা দুতরফা হোক।এই ভালোবাসা প্রত্যেকের জীবনে এক অদ্ভুত অনুভূতি।
হয়তো তোমার জীবনে কেউ আসতে চলেছে কিংবা Already কেউ এসে গেছে এবং তোমার খোঁজ I Love You Sms in Bengali নিয়ে হয় তাহলে তুমি একদম সঠিক জায়গাতে এসেছো।
এই আর্টিকেলে বাছাই করা Sms গুলি তোমাদের সামনে তুলে ধরা হলো। তোমাদের নতুন মিষ্টি সম্পর্ককে আরও গভীর করার জন্য
চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই আর্টিকেল I Love You Sms in Bengali 👇
I Love You Sms in Bengali
সবার সেরা valobashar sms bangla lekha
তুই হৃদয়ের আঘাতটা তো শুধু দেখা
সারা জীবন তোর আঘাতের উপশম হয়ে যাবো
এখন তো ঘুমটাও আসেনা তোমাকে পেয়ে
তবে তোমার স্বপ্ন আমি জেগে থেকেই দেখি
একে অপরের ওপরে রেগে থেকেও
একে অপরের খেয়াল রাখাটাই তো ভালোবাসা তাইনা। …
ভালোভাবে ব্রাশ তো করতে দাও
সকাল হতেই তোমার কথা মনে পড়তে শুরু করে দেয়
ভালোবাসার মানে এই নয় যে ,সর্বদা তোমাকে সাথেই থাকতে হবে
কাউকে ভালো রাখার জন্য অনেক সময় দূরে থাকায় শ্রেয়
ওর শুধু একটা “Kissy”
বাস। …আমার রাগ শেষ
আমাকে ছেড়ে যাবার চেষ্টাও করবেনা
নিজে হাত কেটে তোমাকে ফাঁসিয়ে দেব
এই মন আস্তে আস্তে অস্থির হয়ে পড়ছে
মনে হয় আবার নতুন করে তোকে ভালোবেসে ফেলছে
তুমি অন্যের জন্য যাই হও না কেন
একটা কথা খেয়াল রেখে দিও আমার জীবন তুমি
যেদিন সকাল হতেই তোর কপালে চুমি খেয়ে ফেলবো
সেদিন দুনিয়ার সমস্ত খুশি হাসিল করে ফেলবো
জীবন ততদিন খুব সুন্দর হবে
যতদিন তুই সাথে থাকবি
কোনো পাগলও এতো পাগল হতে পারেনা
যতটা না আমি তোর জন্য পাগল ,বুঝলি পাগলী !!
I Love You Sms in Bengali
i love you sms for girlfriend bangla
এতো মিষ্টি ভাবে আমাকে দেখিসনা পাগলী
লোকেরা ভেবেই নেবে আমিই তোর প্রেম
হৃদয়ের সম্পর্ক তো ভাগ্যে লেখা থাকে
নাহলে দেখা তো হাজারো লোকের সাথে হয়
জানতে চাইলাম ওর থেকে যে ,ভালোবাসবে কতদিন ?
বুকে হাত রেখে বললো এই হৃদস্পন্দন থাকবে যতদিন
চেষ্টা করেছিলাম এই প্রেমের কথা জানালে হবেনা
তবে অতটাও সহজ ছিলোনা
যে, আগুন লাগবে অথচ ধুঁয়া হবেনা
আয়না পরিষ্কার করে নিজেকে দেখতে পেলাম
আর নিজেকে পরিষ্কার করতেই তোকে দেখতে পেলাম
সবচেয়ে ভয়ানক ভাইরাস তোর স্মৃতি গুলো
না ভুলতে পারি ,আর না Delete করতে পারি
beautiful quotes in bengali
Attitude আর EGO এগুলো ভালোবাসার অংশ নয়
ভালোবাসা তো সেটাই ,
যেখানে একজন অভিমান করতে ভালো পারে
আর এক জন অভিমান ভাঙাতে ভালো পারে
জানিনা তুই ভাগ্যে আছিস কি নেই
তবে তোকে দুয়া তে চাইতে আমাকে খুব ভালো লাগে
হতে পারে ভালোবাসা খুব সুন্দর,তবে অন্য দুনিয়াতে
আমার যে কি হাল হয়েছে আমিই জানি
হাজার বার দেখেও মন ভরেনা আমার
প্রত্যেক বার শুধু একটাই কথা “আর একবার”
quotes on life in bengali language
তোর Lovely চোখ দুটো আমার সব System হ্যাং হয়ে গেছে
তোর I Love You বলার পর থেকে
আমার লেখাপড়া শেষ হয়ে গেছে
হাঁসার জন্য আর কোনো বাহানা খোঁজার প্রয়োজন হয়না
তোর নাম আসতেই আমার চেহারাতে হাসির ঠিকানা থাকেনা
বুকেতে ঢুকে তোর শুধু এতটুকুই বলতে চাই
আমি শুধুই তোর ,আর তোর হয়েই থাকতে চাই
valobasar status
চুরি করে তোকে নিয়ে চলে যাবো অন্য দুনিয়াতে
যেন আমি ছাড়া তোকে দেখার অন্য কেউ না থাকে
ভালোবাসা কবে হলো ,কিভাবে হলো ,কেন হলো তা তো জানিনা
তবে ..এতটুকু জানি। ….তোমার সাথে হয়েছে ,
তোমার সাথে আছে ,আর তোমার সাথেই থাকবে
এই শোনো। …শুধু ভালোবাসলেই চলবেনা। …
তোমাকে আমার জন্য “চা”ও বানাতে হবে !!
valobasar sms
ঝগড়া সেখানেই হয় ,যেখানে ব্যথা পাওয়া যায়
আর ব্যথা সেখানেই পাওয়া যায় ,যেখানে ভালোবাসা পাওয়া যায়
শোনো বাবু। ..আমি আমার মনের একটা কথা তোমাকে বলতে চাই
আমি তোমার মায়ের ‘বৌমা” হয়ে তোমার ঘরে আসতে চাই
তুমি যদি আমার মৃত্যুও হয়ে যাও তোমার কসম…
আমি তাও তোমার সাথে দেখা করার দুয়া করবো
প্রাণ নিয়ে নেই তোমার এই স্টাইল। ..
ঠোঁটে ঠোঁট রেখে বলো ,কি হলো চুপ করে আছো কেন !!
খুব খুব Cute হয় ওই সম্পর্ক গুলো
যেখানে ভালোবাসার সাথে বন্ধুত্বও থাকে
তোর মুখের ওই মিষ্টি হাসির জন্য
আমি আমার প্রাণ টুকুও দিয়ে দিতে পারি
আমার আজও মনে আছে তোর ওই প্রথম বার
“I Love You” বলাটা
দূরত্ব কোনো ভূমিকা রাখেনা
যখন উভয়ের হৃদয় একে অপরের জন্য Registerd
ঠিক এমনভাবে ওনার ওপর নজর পড়লো
যে ,বাকিরা সব নজরন্দাজ হয়ে গেলো
আমার সাথে থাকাটা শুধু অভ্যাস করে ফেলো
ভালো তো তুমি এমনিই বেসে ফেলবে।..
ভাঙার শেষ সীমানা অব্দি ভেঙে পড়ি
যখন একবার ভুল করে ভেবে ফেলি যে ,তুই অন্যের
ওই শোননা। …তোর সাথে ঝগড়া করার পর। ..
তোর কথা বেশি মনে পরে। …
I Love You Sms in Bengali
love status bangla
অপেক্ষা শুধু তোরই থাকবে। ..
তবে পার্থক্য এটাই যে ,আর আওয়াজ দেবোনা। ..
শোনোনা। ..আর একবার বলোনা !!
তুমি আমার আর শুধুই আমার।…
নসিব নাজানি কেমন সম্পর্ক তৈরী করে দিয়েছে
কাল অব্দি যাকে চিন্তাম না ,তাকে প্রাণের টুকরো বানিয়ে দিয়েছে
একটা কথা বলবো। …তুই আমার জীবন
আর আমি আমার জীবনকে খুব বেশি ভালোবাসি।..
এক হৃদয়টাই তো ছিল যে শুধু আমার ছিল
কথায় কথায় তুই এটাও চুরি করে নিলি। ..
শোন বাবু। …ভালোবাসতে মজা ততক্ষন আসেনা
যতক্ষণ ভালোবাসতে পাগলামি থাকেনা
খবু খুব দুস্টু মেয়েরা। ..
খুব ভাগ্যবান ছেলেদের কপালেই জোটে
তোর হাত যখন আঁকড়ে ধরে নিয়েছি
না নিজে কখনো আলাদা হবো ,আর না তোকে হতে দেব
💖আপনি পড়ছেন 💖
I Love You Sms in Bengali
আমার হৃদয়ে কান দিয়ে স্পন্দন টুকু শোন্। ..
শুধু তোর নাম আর তোরই নাম শুনতে পাবি।..
যে তোমার চোখের জল দেখে নিজে কেঁদে ফেলে
আর তোমাকে শান্তভাবে চুপ করে ,
তাকে কোনো দিনও যেন ছেড়ে দিওনা
তোর পরে আমি যারই হয়না কেন
সেটা শুধুমাত্র মজবুরি হবে। ..
ভালোবাসা প্রথম হোক বা দ্বিতীয়
ভালোবাসা খাঁটি হওয়া দরকার
I Love You Sms in Bengali
love sms for girlfriend bangla
আশা করি উপরোক্ত I Love You Sms in Bengali গুলি তোমাদের ভালো লেগেছে এবং আমি আরো আশাবাদী যে , এগুলি তোমাদের ভালোবাসার জীবনে অনেক উপকারে আসবে।
প্রতিনিয়ত এই ওয়েবসাইটের পোস্ট আপডেট হতে থাকে। আরো Latest I Love You Sms in Bengali Update হতে থাকবে এই Website এ।
আমাদের এই ওয়েবসাইট banglapremi.com শুধুমাত্র তোমাদের জন্য। তোমার মনের মতো আরো পোস্ট এই ওয়েবসাইটে রয়েছে তুমি চাইলে সেগুলোও দেখতে পারে।
আমরা বাঙালিরাও কোনো অংশে কম নয়। এখানে আসতে থাকো বাঙালি হয়ে বাঙালিকে ভালোবাসতে থাকো।