love sms in bengali language
জীবনে যে যত যাই বলে কাটিয়ে দিক না কেন। এক না একদিন কোনো না কোনো ভাবে তাকে ভালোবাসার সম্মুখীন হতে হবেই ,তাতে সেটা একতরফা হোক বা দুতরফাই হোক না কেন।
আসলে আমাদের জীবন সঙ্গী বা সঙ্গিনী আমাদের আশেপাশেই রয়েছে। শুধু আমাদের খুঁজে নিতে যতটুকু দেরি।
তাই আজকের কিছু কথা love sms in bengali language নিয়ে। পৃথিবীর নানান ভাষাতে Love SMS থাকলেও। আমাদের নিজেদের মাতৃভাষার কথায় আলাদা। …তাইনা।
আমরা বাঙালিরাও কোনো অংশে পিছিয়ে নেই। দুনিয়ার সাথে পাল্লা দিতে আমরাও অনেকখানি এগিয়ে চলেছি।
যাই হোক আজকের এই আর্টিকেল তোমাদের ভালোবাসার মানুষদের আবার নতুন করে ভালোবাসতে বাধ্য করবে। কারণ SMS গুলি সেই ভাবে লেখা।
আজকের love sms in bengali language তোমাদের ভালোবাসার নতুন অধ্যায় শুরু করতে পারে। যদি সঠিক SMS টি তোমরা বেছে নিয়ে তোমাদের মনের মানুষটিকে লিখে ফেলতে পারো। যত যায় হোক আসলে প্রত্যেক মানুষ পিপাসিত সামান্য ভালোবাসার জন্য।
চলো আর দেরি না করে শুরু করে ফেলি আজকের এই আর্টিকেল love sms in bengali language.
love sms in bengali language
Valobashar sms bangla Lekha
নসীবের ভালোবাসা আর গরিবের বন্ধুত্ব
কখনো শেষ হতে পারে না
কিছু মানুষ খুব ভালোবাসে কোনো একজনকে
তবে প্রকাশ করার ক্ষমতা থাকেনা
সম্পর্ক বলে বোঝানোর দরকার নেই ,
সম্পর্ক পালন করে দেখাতে হয়
তাতে সে কাছেই থাকে কিংবা দূরে
অন্যের তারিফ করার কোনো প্রয়োজন নেই আমার
যখন আমার জীবনসাথী Miss World
love sms girlfriend bangla
তোকে পাবো কি না পাবো সেটা পরের কথা
খুব শান্তি পাই এই মন তোকে আপন ভেবে
সমস্ত অভিযোগের হিসাব করে রেখেছিলাম আমি
তুই বুকে ঢুকে সব হিসাব গরমিল করে দিয়েছিস
ভালোবাসা যদি চেহারা দেখেই হতো।…
তাহলে মানুষের আর হৃদয় বলে জিনিসটা থাকতোনা
অপেক্ষা তো আমি ওই ঋতুর করে চলেছি
যে ঋতুতে বৃষ্টি না তোর ভালোবাসা বর্ষণ হবে
bangla love sms for husband
কোনো একজন তো জীবনে এমন আসুক
যাকে দেখা মাত্রই মনে শান্তি আসুক
সারা দুনিয়া আমার থেকে দূরে সরে যাক
আমার এতটুকুও কষ্ট নেই ,তবে তোর ওই নিঝ্ঝুম থাকা ,
আমাকে ভিতর থেকে শেষ করে দেয়
যাকে জীবনে পাবার আশা থাকেনা
আর তাকে জীবনভর পাবার আশা রাখা হলো “ভালোবাসা “
কখনো কখনো তার খুশির জন্য
তাকে একা ছেড়ে দিতে হয়
love sms in bengali language
আমার কাছে কোনো শব্দ নেই আমার মনের কথা প্রকাশ করার
শুধু…এতটুকু ভেবে নাও ভাষা কম আর ভালোবাসা বেশি আছে
চুপচাপ চলছিলাম জীবনের রাস্তাতে…
তোর দিকে নজর পড়তেই পথভ্রষ্ট হয়ে গেলাম
সত্যির ভালোবাসা আর কিচ্ছু চাইনা
সামান্য “সম্মান” আর সামান্য “সময়” ছাড়া
আশ্চর্য লাগে ওই প্রেমিকদের ,
যারা প্রেম না পাওয়া অব্দি সবর করেনা
আর প্রেম পেয়ে গেলে তার কদর করেনা
সত্যি ভালোবাসা তাকে বলে…..
যেখানে ভুল না থাকা সত্ত্বেও ,সম্পর্ক বাঁচাতে “SORRY” বলে
তুই একটিবার আমার হৃদয়ে হাত তো রেখে দেখ
আমি যদি তোর হাতে আমার হৃদয় না রেখে দিয়ে তখন বলিস
bengali 100 love sms
নিজের খেয়াল রাখতে থাকো JAAN
নিঃসন্দেহে প্রশ্বাস তোমার হতে পারে
কিন্তু হৃদয়টা যে আমার
সময় যতই পাল্টে যাক না কেন। …
আমার ভালোবাসা এক বিন্দুও পাল্টাবেনা
এমন ভাবে আই আমার কাছে
যেন তোর আসতে “যুগ” আর তোর যেতে
পুরো “জীবন” কেটে যাই
একে অপরের মতো হবার প্রয়োজন নেই
একে অপরের জন্য হওয়া জরুরি
bangla romantic love sms for girlfriend
আমি তোকে শুধু এতটুকু বলতে চাই
সারা জীবন তোর বুকের মাঝে থাকতে চাই
আমার সুস্থতার জন্য ঔষধের না
তোর সাথে থাকার প্রয়োজন বেশি
দুজনেই জানি আমরা আমাদের ভাগ্যে নেই
একে অপরের সাথে থাকাটা
তবুও যেন দিনকেদিন ভালোবাসা বেড়েই চলেছে
love sms bangla 2021
কত সুন্দর লাগে এই দুনিয়া
যখন কোনো আপন বলে যে, তোকে খুব মনে পড়ছে
যেন ভালোবাসা কাকে বলে ??
কাউকে প্রাণজুড়ে চাওয়া,তারপর তাকে না পাওয়া
তারপর চুপ থেকে সারা জীবন কাটিয়ে দেওয়া
ভালোবাসা কতটা আশ্চর্য ধরণের তাইনা
কষ্ট যে দেয় ,শান্তিও তার কাছেই পাওয়া যাই
valobashar koster sms
রাগের মাঝেও হেঁসে ফেলি সর্বদা তোর নামটুকু শুনে
তোর নামের সাথে এতো ভালোবাসা থাকলে ,
তোর সাথে কতটা হতে পারে ভেবে না
আজকাল সবাই আমার খুশিতে থাকার রহস্য জিজ্ঞাসা করছে
যদি তোমার অনুমতি থাকে ,তোমার নাম তা বলে দিয় ??
কতটা ভালোবাসি আমি সেটা তো বলতে পারবোনা
তবে হাঁ.. এতটুকু বলতে পারি
তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবোনা
নিজেই পাগল করে রেখে দিয়েছিস
আর নিজেই বলিস একটা “পাগল” তুমি
শোনো JAAN তুমি আমার প্রথম আর শেষ পছন্দ শুধু তা নয়
তুমি আমার একমাত্র পছন্দ। …
জীবনের প্রতিটিতে মুহূর্ত তুমি আমার সাথে থেকো
তাতে যতই দূরে থাকোনা কেন তবে হৃদয়ের পাশে থেকো
কিছু তো কারণ আছে। …
নাহলে এতো বড়ো দুনিয়াতে তোর সাথেই ভালোবাসা কেন হলো
আচ্ছা !!শোন্ না এই হৃদয়কে তোর কাছেই রেখে দে
বড্ডো চিন্তা করে এ তোর জন্য
ভালোবাসাও ঠান্ডার মতো ,
লেগে গেছে তো শরীর খারাপ করেই ছাড়ে
এতটা ভালোবাসা তো নিজের সাথেও হয়নি
যতটা না তোর সাথে হয়ে গেছে
তুই আমার ওই প্রিয় বই
যেটা আমার পুরো না দেখে মুখস্থ রয়েছে
ওই যে তুমি বলতে থাকোনা যে খুশিতে থাকো
তাহলে বলি সবসময় আমার পাশেতে থাকো
love sms in bengali language
জানিনা কি এমন আছে তোর মদ্ধে
যে তোর কথা যতই ভাবি না কেন ,মন যেন ভরেনা
ভালোবাসা তাকেই বলে
যেটা দূরে থেকেও অনুভব করা যায়
যদি আমাকে কিছু ভাবতে চাও তাহলে তোমার
‘আপন” ভেবে নিও
কারণ আমি আপনদের সাথে নিজের থেকেও বেশি থাকি
যখন আমার সাথে কেউ ছিলোনা
আমার সাথে থাকার জন্য ধন্যবাদ
ভালোবাসা আজও ততটাই আছে
বাস…তুই আজও বুঝতে পারলিনা
আর আমি বোঝানো ছেড়ে দিয়েছি।..
নেশা যাই হোক না কেন শরীরের ক্ষতি করেই থাকে
বুঝতে তো তখন পারলাম যখন তোর প্রেমে পড়লাম
কিছু সম্পর্ক পালন করার জন্য
অনেক সময় তোমার অবুঝ হয়ে থাকাটাও জরুরি হয়ে পরে
ভালোবাসা কখনো শেষ হয়না
হয় বেড়ে চলে কষ্ট হয়ে ,নাহয় শান্তি হয়ে
💖আপনি পড়ছেন 💖
love sms in bengali language
এভাবেই থেমে গেলো কাছে আসার গল্পটা
না আমি বলতে পারলাম,আর না উনি শুনতে চাইলো
আমি তো ভালোবাসার নামটা থেকেও অজানা ছিলাম
একটা পাগল এসে আমাকে পাগল করে রেখে দিলো
কিছু তো ভালো কাজ করেছিলাম
নাহলে তোর ভালোবাসার নসিব আর কোথায় হতো
আমাদের দুজনের কোনো অসুখ নেই তবুও
আমি তোর ,আর তুই আমার ঔষধ
love sms in bengali language
love sms girlfriend bangla
উপরে বর্ণিত love sms in bengali language আশা করি তোমাদের ভালোবাসার জীবনে এক ভালোবাসার নতুন অধ্যায় শুরু করবে
বাস্তব কথার ওপরে ভিত্তি করে ,প্রতিটি মানুষের মনের কথার সাথে তাল মিলিয়ে ,প্রত্যেকটি SMS লিখিত হয়েছে। তাই তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী তোমার সাথে নতুন করে প্রেমে পড়তে বাধ্য।যদি তুমি সঠিক SMS টি সঠিক সময় লিখে ফেলতে পারো।
প্রতিনিয়ত এই ওয়েবসাইটের পোস্ট আপডেট হতে থাকে। আরও Latest love sms in bengali language update হতে থাকবে এই Website এ।
আমাদের এই ওয়েবসাইট banglapremi.com শুধুমাত্র তোমাদের জন্য। তোমার মনের মতো আরো পোস্ট এই ওয়েবসাইটে রয়েছে তুমি চাইলে সেগুলোও দেখতে পারে।
আমরা বাঙালিরাও কোনো অংশে কম নয়। এখানে আসতে থাকো বাঙালি হয়ে বাঙালিকে ভালোবাসতে থাকো।