Oasis Scholarship 2022 WEST BENGAL(Status Check) Online Apply,ওয়েসিস স্কলারশিপ 2022 (স্ট্যাটাস চেক) অনলাইনে আবেদন করুন: রেজিস্ট্রেশন লিংক (oasis.gov.in), ওয়েসিস স্কলারশিপ ট্র্যাক স্ট্যাটাস, SC/ST/OBC স্কলারশিপ WB
Oasis Scholarship 2022 (Status Check) Online Apply: পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জী Oasis Scholarship 2022নাম একটি প্রকল্প শুরু করেছে। যদিও বর্তমানে এই প্রকল্পটি -শ্রেণী কল্যাণ বিভাগ(backward classes welfare department) এবং উপজাতীয় উন্নয়ন বিভাগের(tribal development department) পরিচালনার অধীনে রয়েছে।
এই Oasis Scholarship 2022 WEST BENGALএর মাধ্যমে সরকার ওই সমস্ত শ্রেণীর ছাত্র ছাত্রীদের সাহায্য করার চেষ্টা করেছেন যারা সমাজে পিছিয়ে রয়েছে,অর্থাৎ backward class যার মানে sc st obc শ্রেণীর অন্তর্ভুক্ত ছাত্র ছাত্রীদের। সরকার এই সমস্ত শ্রেণীর স্টুডেন্টদের পোস্ট মেট্রিক ও পরে মাত্রিক স্কলারশিপের মাধ্যমে সাহায্য করার প্রতিশ্রুতি নিয়েছেন।
Oasis Scholarship 2022 এর মূল উদ্দেশ্য হলো, ওই সমস্ত মেধাবী ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের সাহায্য করা যারা backward class অর্থাৎ sc st obc শ্রেণীর অন্তর্ভুক্ত।
আরো পড়তে ✔ Duare Sarkar Camp 2022
আরো পড়তে ✔ SC/ST/OBC Certificate status check
Oasis Scholarship 2022 WEST BENGAL Details
স্কলারশিপের নাম | Oasis Scholarship 2022 |
Provided by | পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক Backward classes welfare department এর অন্তর্গত |
স্কলারশিপের ধরণ | Pre-matric and Post-matric |
করা আবেদন করতে পারবে | পশ্চিমবঙ্গে বসবাস করি Backward শ্রেণী অর্থাৎ SC /ST /OBC শ্রেণীর অন্তর্ভুক্ত ছাত্র ছাত্রীরা |
আবেদনের শেষ তারিখ | New application and Renewal of the application- December 2021. |
Web address | CLICK HERE |
Document Requirment For Oasis Scholarship 2022
- পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ
- জাতি শংসাপত্র
- সর্বোচ্চ পড়াশোনার পরীক্ষার মার্কশিট/ সার্টিফিকেট
- জন্ম প্রমাণপত্র
- আয় শংসাপত্র
- আধার কার্ডের Xerox copy অথবা যেকোনো স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র
- Bank এর বইয়ের Xerox Copy
- Fee receipt
- স্থায়ী বাসিন্দা শংসাপত্র
Oasis Scholarship Fresh And Renewal Application 2022 (Online) [ওয়েসিস স্কলারশিপ ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশান 2022 (অনলাইন)]
- আবেদনের জন্য প্রথমে ওয়েবসাইটে যেতে হবে ,তার জন্য এখানে ক্লিক করো।
- এবার Renew Scholarship অপশনে ক্লিক করো।
- তোমাকে তোমার নথি ব্যবহার করে লগ ইন করতে হবে.
- তোমার পূর্ববর্তী বিবরণ যাচাই করে নেবে।
- যদি কোনো তরিকত বিবরণ যোগ করতে চাও তাহলে দিতে পারো।
- এখন Renew Application অপশনে ক্লিক করো।
- বর্তমান Academic session বিবরণ দাও।
- এখন Renew And Lock Application নামক অপশনে ক্লিক করো।
- এখন তুমি যদি ব্লক এলাকার অন্তর্ভুক্ত হও তার জন্য, সংশ্লিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসারের (BDO) কাছে অথবা যদি পৌরসভা কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়ে থাকো তার জন্য, PO কাম DWO-এর কাছে ONLINE APPLICATION ফার্মটির সাথে প্রয়োজনীয় নথিপত্র গুলো জমা করে দিও।
SC/ST/OBC Oasis Scholarship Status Check (Track Status) 2022 [ওয়েসিস স্কলারশিপ 2022 (স্ট্যাটাস চেক)]
- এর জন্য প্রথমে তোমাকে OASIS এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তার জন্য এখানে ক্লিক করো।
- শিক্ষার্থীরা প্রথমে তার জেলা নির্বাচন করতে হবে যেখানে তার প্রতিষ্ঠান অবস্থিত।
- তারপর শিক্ষার্থীকে তার Application Serial No. /User ID লিখতে হবে।
- তারপরে, Enter the Applied District
- তারপরে,Session প্রবেশ করুন।
- এবং শেষ পর্যন্ত, আবেদনকারীকে চেক স্ট্যাটাস বক্সে ক্লিক করতে হবে।
- এরপরে তুমি যে আবেদন জমা দিয়েছো তার স্ট্যাটাস পেয়ে যাবে।
শেষ কথা
প্রতিনিয়ত আমাদের এই পোস্ট আপডেট হতে থাকবে। Oasis Scholarship সম্পর্কে সর্বদা up to date থাকার জন্য আমাদের এই ওয়েবসাইটে আসতে থাকো।
Oasis Scholarship 2022 wb সম্পর্কে যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে ভুলবেনা