Romantic love sms in bengali তে তোমাদের স্বাগতম। ভালোবাসার অনুভূতি এক অদ্ভুত অনুভূতি ,এক মিষ্টি অনুভূতি বলতে পারো এক অবর্ণনীয় অনুভূতি।
প্রত্যেক মানুষই জীবনে কোনো না কোনো সময় প্রেমে পড়েছে তাতে সে শিকার করুক বা না করুক।
আর আজকের এই আর্টিকেল “Romantic love sms in বাংলা” ওই সমস্ত ভালোবাসার মানুষদের জন্য , যারা প্রেমে নবাগত ,বা প্ৰেমে পড়তে শুরু করেছে।
তুমি যদি প্রেমের জগতে নতুন হও তাহলে নিশ্চিন্তে থাকো তোমার খোঁজ সফল হয়েছে। তুমি একদম সঠিক জায়গাতেই এসেছো
চলো শুরু করা যাক আজকের মূল আলোচ্য কিছু SMS “Romantic love sms in bangla”
Romantic love sms in bengali
সবার সেরা love sms bangla 2021
ধন্যবাদ তোমাকে জীবনে আসার জন্য
তোমার কারণেই এই দুনিয়া আমাকে সুন্দর লেগেছে
আমি তো শুধু একঝলক দেখতে চেয়েছিলাম
কিন্তু তুই তো আমার শিরায় শিরায় মিশে গেছিস
লোকেরা মানুষ চিনে ভালোবাসে
আর আমি ভালোবেসে, মানুষ চিনেছি
ভালোবাসা ওটা নয় যেটা তোকে আমার করে দেবে
ভালোবাসা তো ওটাই যেটা তোকে অন্যের হতে দেবেনা
bangla love sms for wife
সারা বছর কথা বলেও অতটা শান্তি পাওয়া যায়না
যতটা না একবার ওর বুকে গেলে পেয়ে যায়
ভাবছি খবরের কাগজে তোর সৌন্দর্যের বর্ণনা করবো
তারপর ভাবলাম থাক , পাঠকরাও তোর প্রেমে না পরে যায়
ভালোবাসা এমনিই হয়ে যায়না কারো সাথে
নিজের অস্তিত্ব নষ্ট করে ফেলতে হয় তাকে পেতে গিয়ে
সবাই বলে জীবনে একবারই ভালোবাসা উচিত
কিন্তু আমি যে, তোকে রোজকের নতুন করে ভালোবেসে ফেলি
new love sms
সুগন্ধ কেনই বা আসবেনা আমার থেকে
আমি যে সেই একটাই ফুলকে ভালোবেসেছি
সেই প্রথম থেকে , সেই ছোট্ট থেকে
কেউ ওকে গিয়ে বলে দে ,যেন নিজের খেয়াল রাখে
হতে পারে হৃদয়টা ওর , তবে হৃদস্পন্দন টা যে আমার
আমার অভ্যাস নেই যাকেতাকে মন দিয়ে দেবার
তবে তোকে দেখার পর এই হৃদয় ভাবার সময় টুকুও দেয়নি
ও নিজের মুখ আড়াল করে
নিজেকে ভালোবাসা থেকে দূরে রাখতে চাইলো
পাগলী এটাও বোঝেনা যে ,
প্রেমের শুরুটা মুখ থেকে না ,চোখ থেকে হয়
Famous Bengali Quotes written in Bengali
romantic sms for girlfriend
নির্দিষ্ট জায়গাতে থেমে থাকার আমার অভ্যাস নেই
তবে তোকে দেখার হৃদয় পর এখানেই থেমে গেছে
তোর ওই মিষ্টি হাসিটার প্রভাব আমার স্বাস্থ্যে পরে
লোকেরা জিজ্ঞাসা করেই ফেলে ভাই ,ওষুধটার নাম কি ?
তোমাকে পাওয়া না পাওয়া তো ভাগ্যের ব্যাপার
তাবলে যে চেষ্টা করবোনা এটাও যে, খুব বাজে ব্যাপার
না কোনো নায়িকা চাই আর না কোনো পরী চাই
তোকেই ভালোবেসেছি আর শুধু তোকেই চাই
অরে কেউ তো এই হৃদয় কে সামলে নে ….
ও তো সবে ঠোঁট দুটো খুলেছে ,হাসি তো এখনও বাকি। ….
চেহারা দেখে ভালোবাসা হয়না ,ভালোবাসা তো দিল থেকে হয়
চেহারা তো আপনাআপনিই ভালো লাগতে শুরু করে
যখন ওই ভালোবাসা হৃদয়ের গভীর থেকে হয়
sundor sms bangla
ভালোবাসা যখন খাঁটি
তখন এটা না “সময়ের” সাথে পাল্টাবে আর না পাল্টাবে
“পরিস্থিতির” সাথে
একটা ইচ্ছা প্রথম থেকেই রয়ে গেছে যে ,
একটিবার হলেও ও আমার অভিমান ভাঙাক
কিন্তু এই শয়তান মন কখনো ওকে রাগটাই দেখাত পারিনি
নিজের থেকেও বেশি আমি চেয়েছি তোকে
শুধু প্রেম নয় ,ভালোবাসা নয় ,মহব্বত করেছি তোকে…
কথা হয়ত কম হতে পারে
তবে তুই আমার হৃদয়ের মাঝেতেই আছিস
Bangla romantic funny sms for girlfriend
তোরই স্মৃতি। …তোরই কথা। ….তোরই আলোচনা
হাঁ আমি কবুল করলাম আমি তোর দিওয়ানা
হাত যখন ধরে নিয়েছি
শেষ নিঃশাস তোর কোলেই ছাড়বো
এতটা তো আমি নিজেকেও ভালোবাসিনি
যতনা আমি তোকে ভালোবেসে ফেলেছি
bangla new sms
ওনার চলাটাই যথেষ্ট ছিল আমাকে পাগল করার জন্য
এখন আমার প্রাণ নিতে নূপুর পড়তে শুরু করেছে
জানো ? তোমার আর আমার হাসির মদ্ধে পার্থক্য টা কোথায়
তুমি খুশি হয়ে হাসো ,আর আমি তোমাকে খুশি দেখে হাসি
কাউকে ভালোবাসতে হলে ঠিক এমনভাবে বাসো
ওকে তুমি পাও আর না পাও সেটা তো ভাগ্যের ব্যাপার
তবে ওর যখন ভালোবাসা হবে তখন যেন,
শুধু তোমার চেহারা তা মনে পরে
valobasar sms
আমার খেয়ালে তুমি আছো নাকি আমার খেয়ালটাই তুমি
মন বার বার জিজ্ঞাসা করছে। ..
আমার হৃদয়ে তুমি আছো নাকি আমার হৃদয়টাই তুমি। …
এরকম চুপচাপ বসে থেকোনা পর পর লাগে
মিষ্টি কথা যখন নেই ,চলো একটু ঝগড়ায় করে নিয়ে
এই “জীবন” সবার আদরের হয়
তবে তুই আমার জীবনের থেকেও বেশি আদরের
কি করে জন্য যে রোকে ভালোবেসে ফেলবো
আমার তো শুধু তোর হাসিটা ভালো লাগতো
কাল পর্যন্ত তুমি অচেনা একজন ছিলে
আজ আমার সারা হৃদয় জুড়ে শুধু তোমারই কথা
আমার চাহিদা শুধু এতটুকুই। আর শুধু এতটুকুই চাই
তোরে কোলে মাথা রেখে সময়টাই যেন থেমে যায়
নিঃসন্দেহে তোমার অধিকার রয়েছে আমার ওপর রাগ করার
তবে রাগ করতে গিয়ে ভুলে যেওনা যেন ,
তোমাকে পাগলের মতো ভালোবাসি
জানিনা কেন তোকে দেখার পরেও
শুধু তোকে দেখারই চাহিদা জাগে
আমি কোথায় জানতাম যে প্রেম কাকে বলে !!
বাসস।..তোমার সাথে পেলাম আর
আর পুরো জীবনটাই ভালোবাসা হয়ে গেলো
শোনো ,তুমি রেগে থাকলে আমি আমার মাথা ঝুকিয়ে নেবো
আর আমি রেগে থাকলে আমাকে বুকে নিয়ে নিও
তোর কথা কেন মনে পরে তাতো জানিনা
তবে যখনি মনে পরে খুব ভালো লাগে
এটা জানতে চেওনা যে ,কতটা ভালোবাসি তোমাকে
শুধু এতটুকু শুনে নাও ,শুধু তোমাকেই বাসি আর
শুধু তোমাকেই বাসি
Romantic love sms in bengali
bangla new sms
জানিনা সবাই ভালোবাসাকে কি নাম দেয়
তবে আমি তোর নামকেই ভালোবাসার নাম দিয়ে দিয়েছি
তোর ভালোবাসা পাবার অধিকার নেই ঠিকই
তবে মন চাই শেষ নিঃশাস পর্যন্ত অপেক্ষা করি
আমার জীবনের সমস্ত খুশি তোর বাহানাতে
অর্ধেক তোকে জ্বালাতে ,আর অর্ধেক তোকে মানাতে
ও ছিল। ..ও আছে। …আর ওই থাকবে। ..
হৃদয় যখন একটাই ,তখন থাকবার মানুষটাও যে
একটাই হবে তাইনা
ভুলে যাবার তো কোনো প্রশ্নই ওঠেনা
আমি না আমার হৃদয় তোকে বেছে নিয়েছে
জীবনে এরকম অনেক মানুষই রয়েছে
তারা কথা দেয়না ঠিকই ,তবে জীবনে সব কথায় রাখে।
💖আপনি পড়ছেন 💖
Romantic love sms in bengali
তোমার রেগে যাওয়াটাও এতো মিষ্টি যে ,
ইচ্ছা করে দিনরাত তোমাকে জ্বালাতন করতে
আরো ভালোবেসে ফেলি তখন ওকে
যখন কাঁদতে কাঁদতে বলে মেরে ফেলবো তোমাকে
যদি আমাকে ছেড়ে গেছো তো
লোকেরা বলে তুই ওর মদ্ধে কি এমন দেখলি
আমি বলি -ওকে দেখার পর থেকে আর কাউকে দেখিনি আমি
জীবন টা তখনই সুন্দর লাগে
যখন জীবনটাকে সুন্দর করার সাথী সাথে থাকে
Romantic love sms in Bangla
Romantic love sms in bengali
সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতাকে তুলে ধরা হয় তোমাদের এই banglapremi.com সাইট এ আশা করি এই Romantic love sms in bengali তোমাদের ভালো লাগলো। এবং আমি নিশ্চিত তোমাদের অনেক অনেক উপকারে আসবে এই Romantic love sms গুলি।
প্রতিনিয়ত এই ওয়েবসাইটের পোস্ট আপডেট হতে থাকে। আরো Latest Romantic love sms in bengali Update হতে থাকবে এই Website এ।
আমাদের এই ওয়েবসাইট banglapremi.com শুধুমাত্র তোমাদের জন্য। তোমার মনের মতো আরো পোস্ট এই ওয়েবসাইটে রয়েছে তুমি চাইলে সেগুলোও দেখতে পারে।
আমরা বাঙালিরাও কোনো অংশে কম নয়। এখানে আসতে থাকো বাঙালি হয়ে বাঙালিকে ভালোবাসতে থাকো।