বড্ডো ভালো হয় তারা, যারা ভালোবাসা প্রকাশ করেনা। চুপচাপ চলে যায় তারা ,তবু কাউকে বদনাম করেনা।
আমাকে এতটুকু বলে দাও অপেক্ষা করবো ??নাকি বদলে যাবো তোমার মতো করে
Green Star
Green Star
ও আজ সাজছে অন্যের জন্য
আর আমি আজও ভাঙছি শুধু ওরই জন্য
Green Star
একটা ছোট্টো ভুলে ও এমনভাবে আমাকে ছেড়ে দিলো
যেন কয়েক যুগ ধরে আমার একটা ভুলের অপেক্ষায় ছিল।
Green Star
যে ছেড়ে যাবে সে কোনো না কোনো বাহানাতে ছেড়েই দেবে আর যে সাথে থাকার ,সে যেকোনো পরিস্থিতিতে তোমার সাথ দেবে
Green Star
সর্বদা তারাই জীবনে একা হয়ে থেকেছে যারা হৃদয়ের থেকে পরিষ্কার আর সর্বদা সত্য কথা বলেছে
আরও পড়ুন
আরও পড়ুন
Curved Arrow